অঙ্কিতার মিউজিক ভিডিও ‘এই দেশ আমার’ HIT SONG- 2018
অঙ্কিতার মিউজিক ভিডিও ‘এই দেশ আমার’
অঙ্কিতার মিউজিক ভিডিও ‘এই দেশ আমার’
ঈদকে সামনে রেখে ইউটিউবে মুক্তি পেয়েছে কণ্ঠশিল্পী অঙ্কিতা মল্লিকের মিউজিক ভিডিও ‘এই দেশ আমার’। এ. এইচ. জীবনের কথা, সুর ও সঙ্গীতে গানটি প্রকাশিত হচ্ছে ।
অনিক রায়ের পরিচালনায় গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন কণ্ঠশিল্পী অঙ্কিতা মল্লিক নিজেই । এই গানটির মাধ্যমেই প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে নতুন ধারার যাত্রা শুরু করেছে ক্রিয়েশন স্টুডিও । তারা জানিয়েছে, চমৎকার লোকেশন আর গানের সুরের কারণে মিউজিক ভিডিওটি দর্শকদের মন ছুঁয়ে যাবে।
শিল্পী অঙ্কিতা মল্লিক বলেন, এখন যুগ পাল্টেছে। দর্শক গান শোনার পাশাপাশি দেখতেও চায়। সে কারনেই ভিডিওর প্রকাশ। আশা করছি শ্রোতাদের মন্দ লাগবে না।
ক্রিয়েশন স্টুডিও সূত্রে জানা গেছে অঙ্কিতা মল্লিকের এর সিঙ্গেল ট্র্যাকসহ আরো একাধিক বড় গান নিয়ে হাজির হচ্ছেন তারা।
No comments